বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের এই হাল- পরনে ছেঁড়া জামা, কাঁধে গামছা, হাতে পাঁপড়, কালচে গায়ের রঙ, চুল এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ। ছবিটি প্রথম দর্শনে কেউ মানতেই পারবে না এটা হৃতিক।
Read More News
মূলত নিজের চেনা গণ্ডির বাইরে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে যাচ্ছেন এই নায়ক। অ্যাকশন ও গ্ল্যামারকে ছুটি দিয়ে তিনি এবার ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ‘সুপার থার্টি’ ছবিতে ভিন্ন রুপে ধরা দিচ্ছেন। হৃতিকের এই নতুন ছবির চরিত্রায়ন নিয়ে হতবাক তার ভক্তরা।
জানা গেছে, আসছে ১২ জুলাই ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে হৃতিক ছাড়া আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, নন্দীশ সিং, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি, বিজয় বর্মাসহ আরও অনেকে। এরই মধ্যে ছবির ট্রেলার ও গান মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। সিনে ক্রিটিকসরা হৃতিকের এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী।