এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৩১ রানে হেরেছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়েছে। নির্ধারিত ওভারে ৩৩৭ রান করে স্বাগতিকরা। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ৩০৬ রান করে।
জনি বেয়ারস্টোর চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে এই রান করে ইংল্যান্ড। মোহাম্মদ শামির শিকার হয়ে সাজঘরে ফেরার আগে জনি ১১১ রান করেন ১০৯ বলে।
Read More News
এ ছাড়া জেসন রয় ৫৭ বলে ৬৬ এবং জো রুট ৪৪ রান করেন। আর অলরাউন্ডার বেন স্টোকস করেন ৭৯ রান।
রোহিত শর্মা ১০৯ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন। আর অধিনায়ক কোহলি ৬৬ রান করেন ৭৬ বল খরচায়। হার্দিক পান্ডিয়া ৪৫ ও মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৪২ রান করেও দলের হার এড়াতে পারেননি। ভারতীয় বোলারদের মোহাম্মদ শামি পাঁচ উইকেট পান।
আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। আর ভারত ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।