রবিবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। যার জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
Read More News
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উত্তর সুলোওয়েসি থেকে উত্তর উত্তর মালুকুর মাঝে মোলুক্কা সমুদ্রে এটি সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও সুনামির সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার আওহাওয়া দফতর। সাধারণ মানুষের সমুদ্রে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। গত ২৪ জুন শেষবার সে দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বারের কম্পনের তীব্রতা ছিল ৭.৫।