রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজব ছড়িয়ে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার মূল হোতা হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম হৃদয়কে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করা এক নারীর কাছে নিহত তাসলিমা বেগম রেনু ছবি ছিল। সেই নারী প্রথম সবাইকে জানান, রেনু ছেলেধরা। সেই নারীর কথামতো, রেনুকে পিটিয়ে হত্যা করেন হৃদয়সহ অন্যরা।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড শুনানিতে আসামি হৃদয় এসব কথা বলেন।
Read More News
আদালতে শুনানিতে বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম বলেন, এটা শুধু একটি গুজব নয়। একটি বড় ধরনের যড়যন্ত্র। হত্যার পরে আসামিকে যেন কেউ চিনতে না পারে সে জন্য তিনি মাথার চুল কেটে ফেলেছেন।
এরপর বিচারক হৃদয়কে প্রশ্ন করে বলেন, আপনার পক্ষে কোনো আইনজীবী আছে কি না? জবাবে হৃদয় বলেন, না, কোনো আইনজীবী নেই। বিচারক আবার বলেন, আপনি কেন খুন করেছেন?
তখন হৃদয় বলেন, এক মহিলা বলেন, ওই নারী (রেনু) ছেলেধরা। সেই মহিলা দাবি করেন, তাঁর কাছে রেনুর ছবিও আছে। এরপর ছেলেধরাকে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তাঁকে মারা হয়। এরপর নিচে নামিয়ে এনে আরো মারা হয়। এরপর আমিও মারতে শুরু করি। ওই মহিলার কথায় আমি মারছি।
এরপর বিচারক হৃদয়কে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।