তৃণমূল-বিজেপি সংঘর্ষে এবার উত্তপ্ত হয়ে উঠল ট্যাংরা। এলাকার কুলিডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেখা দেয়। হিংসায় দু’পক্ষের তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় হাজির পুলিশবাহিনী।
Read More News
মথুরবাবু লেনে এলাকা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। দফায় দফায় সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। পুলিশের সামনেই ইটবৃষ্টি চলে। এর জেরে আহত হয়েছেন দু’পক্ষের ৩ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে এন্টালি থানার পুলিশ।
স্থানীয়সূত্রে দাবি, ‘বহিরাগত’ ঢুকিয়েই অশান্ত করা হয়েছে ট্যাংরা এলাকা। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী।
এদিকে, সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের ‘দায়ী’ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো।