শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল সার্জারি বিভাগে চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে ভর্তি থাকা বিএনপি প্রধানকে কঠোর নিরাপত্তার মধ্যে দুপুর ১টা ২০ মিনিটে কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষ থেকে চিকিৎসার জন্য হাসপাতালের এ ব্লকে নেওয়া হয়। ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক শামসুল আলম খালেদা জিয়ার চিকিৎসা করেন।
Read More News
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক সংবাদ সম্মেলনে জানান, চিকিৎসা শেষে খালেদা জিয়াকে কেবিন ব্লকে ফিরিয়ে নেওয়া হয়। ওপরের মাড়ির দুটি দাঁতে জালাতনের কারণে খালেদা জিয়া অস্বস্তিতে ছিলেন। যার কারণে তাঁর জিবে ছোট আকারে ঘাও হয়েছে। দন্ত বিভাগে ঘণ্টাব্যাপী চিকিৎসায় তাঁর সমস্যা দূর করা হয়েছে।