দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন নায়িকা পপি

‘ক্যান্ডেল লাইট’ টেলিছবির শুটিংয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন নায়িকা পপি। বর্তমানে নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন। ‘ক্যান্ডেল লাইট’ শিরোনামের টেলিছবিটি নির্মাণ করছেন পরিচালক শাহীন। পপির সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক আমিন খান।
Read More News

পপি বলেন, শুটিংয়ের প্রয়োজনে প্রচুর ক্যান্ডেল লাইট জ্বালানো হয়েছিল। ঘর-সিঁড়ি সবখানে ক্যান্ডেল লাইট। শট দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, হটাৎ আশপাশে চিৎকার। পেছনে চেয়ে দেখি আমার জামায় আগুন লেগে গেছে। আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমি মনে করেছিলাম আজ আগ্নিকাণ্ডে পুড়েই মারা যাব। এত দিন ধরে কাজ করছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমার পায়ে আগুনের আচ লাগলেও আমার শরীর পুড়েনি। তবে ভয় থেকে সেদিনই আমার জ্বর চলে আসে। বর্তমানে আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, গায়ে একশর ওপরে জ্বর। সবার দোয়া আর ভালোবাসায় আমার কিছু হয়নি। সবাই আমার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন।

চিত্রনায়িকা পপি সম্প্রতি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ শেষ করেছেন। এই ছবিতে আমিন খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন।

পপি এ ছাড়া কাজী আমিনুল ইসলাম পরিচালিত ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতেও অভিনয় করছেন। এই দুটি ছবিতে তার নায়ক ফেরদৌস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *