প্যারিসে বিয়ের অনুষ্ঠানে শাড়িতে ‘প্রিয়াঙ্কা’

প্যারিসে জো জোনাস ও সোফি টারনারের বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানে দেশি সাজে ধরা দিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস পত্নী প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল প্যাসটেল পিংক শাড়ি। এই বিবাহবাসর উপলক্ষে চাঁদের হাট বসে ফ্রান্সে।

বিয়েতে নিকইয়াঙ্কার পাশাপাশি ছিলেন জো ও নিকের ভাই কেভিন জোনাস ও তাঁর স্ত্রী ড্যানিয়েল জোনাস। পরিবারের পাশাপাশি ছিলেন সেলিব্রিটি বন্ধু ও সহকর্মীরাও। সোফির গেম অফ থ্রনসের কো-স্টার মেইসি উইলিয়ামসকেও দেখা যায় সেখানে। ছিলেন উইলমার ভারদেরামা ও মডেল আমান্দা পাচেকো।
Read More News

এই বিশেষ অনুষ্ঠানে নিজের দেশি ঐতিহ্যকেই বরণ করে নেন পিগ্গি চপস। সব্যসাচী কালেকশনের গোলাপি শাড়ির পুরোটাতেই ছিল ফ্লোরাল এমব্রয়ডারির কাজ। অ্যামি প্যাটেলের স্টাইলে মাথায় খোঁপা, গোলাপি গোলাপ, হিরের কানের দুল ও হালকা সোনার চেনে প্রিয়াঙ্কাকে মোহময়ী দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *