বলিউডে কার কত রোজগার

বলিউডে কার কত রোজগার, কোন সিনেমার জন্য কত টাকা নিয়েছেন, এ নিয়ে কৌতূহলের শেষ থাকে না ভক্তদের। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, বলিউডে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকা রোজগার করেন দীপিকা পাড়ুকোন ও সালমান খান। তবে পিছিয়ে নেই উঠতি তারকারাও।

দীপিকা পাড়ুকোন- পদ্মাবতের জন্য (২০০ দিনের জন্য) পারিশ্রমিক নিয়েছিলেন ১২ কোটি টাকা। এমনিতে প্রতি ছবি পিছু ১০ কোটি টাকা রোজগার করেন তিনি।
Read More News

প্রিয়াঙ্কা চোপড়া- বলিউডের জন্য মোট সাড়ে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন।

অনুষ্কা শর্মা- প্রতি ছবি পিছু সাড়ে ৬ কোটি টাকা রোজগার করেন ইনি।

সোনম কাপুর- নূন্যতম পারিশ্রমিক ৫ কোটি টাকা।

আলিয়া ভাট- বলিউডে উঠতি তারকা অভিনেত্রী। বর্তমানে প্রতি ছবি পিছু ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।

ক্যাটরিনা কাইফ- বেশ কয়েকবছর আগে, বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতেন ক্যাটরিনা। সম্প্রতি রিপোর্ট বলছে, প্রতি ছবি পিছু তিনি সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন।

সালমান খান- নূন্যতম ৫০ কোটি টাকা। এর বাইরে প্রোডাকশন, নিজস্ব সংস্থার প্রোমোশন তো থাকছেই।

অক্ষয় কুমার- প্রোডকাশন সহ প্রতি ছবির জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকা নেন তিনি।
.
আমির খান- প্রোডাকশনের কাজ ছাড়া প্রতি সিনেমা পিছু নূন্যতম ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন মিস্টার পারফেকশনিস্ট।

শাহরুখ খান- নিজস্ব প্রোডাকশন ছাড়া প্রতি ছবি পিছু ৪০ থকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন কিং খান।

রনবীর সিং- প্রতি সিনেমা পিছু ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

রণবীর কাপুর- প্রতি ফিল্ম পিছু ২০ কোটি টাকা রোজগার করেন এই বলি-স্টার।

অমিতাভ বচ্চন- পিকু ফিল্মের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বিগ বি।

যেখানে দীপিকা পাড়ুকোন নিয়েছিলেন ১০ কোটি টাকা। উল্লেখ্য, প্রতি সিনেমা পিছু ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন অমিতাভ বচ্চন।

প্রভাস- বাহুবলীর জন্য মোট পারিশ্রমিক নিয়েছিলেন ২৫ কোটি টাকা। এখন প্রতি সিনেমা পিছু ৩০কোটি টাকা নেন এই দক্ষিণী সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *