বলিউড থেকে বিদায় নিলেন দঙ্গল খ্যাত ‘জায়রা’

দঙ্গল খ্যাত জায়রা ওয়াসিম সিনে দুনিয়ায় তাঁর বয়স মাত্র পাঁচ! এরই মধ্যে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন জায়রা ওয়াসিম। জায়রা ওয়াসিম নিজের ইন্সটাগ্রামেই জানিয়েছেন সে কথা। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সোনালী বোসের দ্যা স্কাই ইজ পিঙ্কে। সেই সঙ্গে তিনি লিখেছেন, এই পাঁচ বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। অভিনেত্রী পরিচয়ে আমি খুশি। সবার ভালোবাসা পেয়ে আমি খুবই আপ্লুত। তবে আমি ভেবে দেখলাম, আমার জন্য এই দুনিয়া নয়। সারা জীবন ধরে অভিনয়টা আমি করতে পারব না। হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু হারিয়েছি অনেক বেশি।
Read More News

কারণ, মুসলিম ধর্মাবলম্বী হিসেবে অভিনয় করা ধর্মের বিরুদ্ধাচরণসম! এমনটাই দাবি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রার। অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ইমান এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে। ধর্মীয় ভাবাবেগ আমায় আঘাত দিয়েছে। সুতরাং সিদ্ধান্ত নিলাম আর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *