পাঁচ দিনের রিমান্ড শেষ হলে বরগুনা মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২৩ জুলাই হাজির করা হবে আয়শা সিদ্দিকা মিন্নিকে। ওই দিন মিন্নির পক্ষে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদসহ ঢাকা আইনজীবী সমিতির ৪০ সদস্যের আইনজীবী টিম ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন। আজ বৃহস্পতিবার ওই তথ্য জানিয়েছেন আইনজীবী ফারুক আহম্মেদ।
Read More News
ফারুক বলেন, দুপুরে আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সাথে ফোনে যোগাযোগ করেন। তখন মিন্নির বাবা আইনজীবী নিয়োগের জন্য অনুরোধ করেন। সে অনুরোধের পরে আমরা হাইকোর্ট ও জজকোর্ট মিলিয়ে ৪০ সদস্যের আইনজীবী টিম যাব।
ইব্রাহিম খলিল বলেন, আমরা আগামী ২৩ জুলাই বরগুনা আদালতে শুনানিতে যাব। আজ দুপুরে মিন্নির বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে। তাঁকে আইনি সহায়তা দেওয়ার কথা বলায়, তিনি আবেগে আপ্লুত হয়ে আমাদের যেতে অনুরোধ করেছেন।
ইব্রাহিম খলিল বলেন, অনেক আইননজীবী ও হিউম্যান রাইটস সংগঠনের সদস্য শুনানিতে যেতে ইচ্ছুক। আদালতে দুই পক্ষে আইনজীবী থাকলে ন্যায় বিচার নিশ্চিত করা যায়।