কলকাতায় মেট্রো ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। কলকাতা মেট্রোর ইতিহাসে এই ঘটনা প্রথম বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। এই ঘটনায় ট্রেনের চালক এবং গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।
Read More News
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বক্তব্য, শনিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী ট্রেনে ওঠার এক যাত্রীর হাত দরজার মাঝে আটকে যায়। দেহ তখন ট্রেনের বাইরে। সেই অবস্থাতেই ট্রেন চলতে শুরু করে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার পরে ঝুলতে থাকে যাত্রীর দেহ। ট্রেন টানেলে ঢোকার পরে পাশের দেওয়ালে ধাক্কা খেয়ে থার্ড লাইনে পড়ে যান তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।