সুস্মিতা সেন কিছুদিন আগেই ধুমধাম করে ভাই রাজীব সেনের বিয়েতে নাচানাচি করলেন। দীর্ঘদিনের বান্ধবী চারু অসপার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজীব। প্রথমে তাঁদের রেজিস্ট্রি বিয়ে ও পরে ধুমধাম করে রূপকথার বিয়ে সারেন গোয়াতে। এই মুহূর্তে রাজীব আর চারু থাইল্যান্ডের সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমা উদযাপন করছেন।
Read More News
নীল সমুদ্র সৈকতে কাটানো সুন্দর মুহূর্তের ছবি তাঁরা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইন্সটাগ্রামে। যা রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে ইন্টারনেটে। সেইসঙ্গে চারু লিখেছেন, তাঁরা আজীবনের জন্য দুজন দুজনের হাত ধরে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। চারু-রাজীবের সেই রোম্যান্টিক মুহূর্তের ছবি দেখলে মন ভরে যাবে আপনারও।