চিত্রনায়িকা মৌসুমী মঙ্গলবার সন্ধ্যায় ‘অর্জন-৭১’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শতাব্দী ওয়াদুদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আগামী ১৬ তারিখ এফডিসিতে শুরু হবে ছবির কাজ। ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় মির্জা সাখাওয়াত হোসেন।
Read More News
মৌসুমী বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে এই ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে। এতে আমার চরিত্রের নাম থাকছে ফিরোজা। ছবির কাহিনী ও চরিত্রটি আমার ভালো লেগেছে। আশা করি, দর্শকরাও পছন্দ করবেন।
এ ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে শতাব্দী ওয়াদুদ এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আবদুল কাদের মিয়া মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তার সংসারে নানা প্রতিকূলতার সৃষ্টি হয়। নানা রকম আতঙ্কে থাকে তার স্ত্রী ফিরোজা। আর এই ফিরোজা চরিত্রেই মৌসুমী অভিনয় করবেন। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গে এ ছবির শুটিং করা হবে।