বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তাঁর গান মানেই সুপারহিট। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় নেহা কক্কর। ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ২৫.৮ মিলিয়ন। তাঁর যেকোনো ছবি বা ভিডিও প্রকাশমাত্রই ভাইরাল।
Read More News
ইন্ডিয়ান আইডল ভারতের ছোটপর্দায় গানভিত্তিক অন্যতম পুরোনো ও জনপ্রিয় রিয়েলিটি শো। এবারের আসরেও বিচারকের আসনে থাকছেন নেহা কক্কর। এর আগে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, এবার নেহার স্থলাভিষিক্ত হবেন নীতি মোহন। কিন্তু কয়েক দিন আগে ‘ও সাকি সাকি’খ্যাত নেহা এ সংবাদকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।
এবার ‘জজ সাহেবা’ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন একটি ভিডিও যুক্ত করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গত আসরে বিচারকের আসনে বসা নেহার হাসির নানা ভঙ্গি। নেপথ্যে বাজছে ‘ইতনি সি হাসি, ইতনি সি খুশি’ গানটি। ভিডিওটি শেয়ার করে গত মৌসুমের হাস্যোজ্জ্বল দিনগুলো স্মরণ করেছেন নেহা। আর তাঁর হাসিমাখা মুখখানা আরেকবার দেখতে ইনস্টাগ্রামে ভিড় জমেছে। এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ১৪ লাখ ৮৭ হাজারের বেশিবার।
গত মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্টে এবারের আসরেও বিচারক হিসেবে থাকার কথা নিশ্চিত করেছেন নেহা কক্কর। ভক্তদের সীমাহীন ভালোবাসাই তাঁকে আবারও বিচারকের আসনে ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেন নেহা।
বলিউডে এখন তুমুল জনপ্রিয় ৩০ বছরের নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ও’ সাকি সাকি’, ‘সরি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।