চলে গেলেন ভারতের সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো ভারত। স্তম্ভিত বলিউডও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করছেন বলিউড তারকারা।
Read More News
গতকাল মঙ্গলবার রাতে দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। টুইটারে লিখেছেন, সুষমাজির আকস্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত। উনি মন্ত্রী হিসেবে খুবই ভালো ও সৎ ছিলেন। উনি এমন হৃদয়বান ও স্বার্থহীন মানুষ ছিলেন, যিনি সংগীতকেও বুঝতেন।
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে গীতিকার, চিত্রনাট্যকার, কবি জাভেদ আখতার লিখেছেন, সুষমাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লোকসভায় সংগীতশিল্পীদের অধিকার নিয়ে লড়াই করার জন্য পুরো সংগীতজগৎ কৃতজ্ঞ। আপনি মানুষ হিসেবে অনন্য। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ।
অভিনয়শিল্পী শাবানা আজমি লিখেছেন, সুষমাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উনি এমন একজন মানুষ, যাঁর সঙ্গে রাজনৈতিক মতোপার্থক্য থাকা সত্ত্বেও একটা সুন্দর সম্পর্ক ছিল। ওনার মন্ত্রিত্বকালে আমাকে উনি নবরত্ন বলে উল্লেখ করেছিলেন। উনি এমন একজন, যিনি চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিয়েছিলেন।
অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, হরিয়ানার আম্বালা শহরে আমার জন্ম। সুষমা স্বরাজও ওই একই শহরের বাসিন্দা। আমি ওনার মতো এক নারীর জন্য চিরকাল গর্বিত।
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ‘পিকে’ তারকা আনুশকা শর্মাও।
এ ছাড়া বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলে, প্রযোজক-নির্মাতা করণ জোহর, একতা কাপুর, অনুরাগ কাশ্যপ, অভিনেতা অনুপম খের, ঋষি কাপুর, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, অর্জুন কাপুর, বিবেক ওবেরয়, ইয়ামি গৌতম, আয়ুষ্মান খুরানাসহ অনেক তারকা সুষমা স্বরাজের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।