কিছুদিন আগে সুহানা খান যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজ থেকে স্নাতক পাস করেছেন। এবার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সুহানা।
শাহরুখ খান জানান, সুহানা মার্কিন মুলুকে আরো লেখাপড়া করবেন। লেখাপড়া শেষে অভিনয়ে ক্যারিয়ার শুরু করবেন।
Read More News
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন সুহানার সঙ্গে ছিলেন মা গৌরী খান। মেয়ের বিশ্ববিদ্যালয়ে গমনের প্রথম দিনের একটি ভিডিও অন্তর্জালে পোস্ট করেছেন গৌরী নিজেই। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন।
অবশ্য গৌরী খান ভিডিওটি ডিলিট করলেও সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে অন্যান্য অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি দিয়ে উঠছেন সুহানা খান। তাঁর পরনে ছিল ডেনিম শর্টস ও সাদা টি-শার্ট। কালো ব্যাগও বহন করছেন সুহানা।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের স্নাতক পাসের খবর জানিয়েছিলেন শাহরুখ খান। ইনস্টাগ্রাম ও টুইটারে একাধিক ছবি শেয়ার করে তিনি বলেছেন, সময় কীভাবে বয়ে যায়।
টুইটারে একটি যৌথ ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘চার বছর পার হলো। আর্ডিংলে থেকে স্নাতক হলো। শেষ পিৎজা। শেষ ট্রেনে চড়া। এবং প্রথমবার বাস্তব জীবনে পদার্পণ। স্কুল শেষ হলেও শেখার শেষ নেই।’ ছবিতে বাবা-মায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল সুহানা।