শনিবার ঢালিউডের অভিনেত্রী পরীমনি নিজের ফেসবুকে ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে সুন্দর সুন্দর বাক্যও জুড়ে দেন তিনি। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে একাকার হওয়ার মাঝেই যেন স্বস্তি খুঁজে পান পরী। ছবির সঙ্গে শিরোনাম জুড়ে দেন, ‘প্রকৃতিতে আলো বর্ণের সৃষ্টি করে। ছবিতে বর্ণ সৃষ্টি করে আলো।’
Read More News
প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দী করতেও ভালোবাসেন পরিমণি। প্রায়ই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন পরী। সেসব ছবিও পোস্ট করেন ফেসবুকে। ভক্তদের তার সেসব ছবির উচ্ছ্বসিত প্রশংসাও করতে দেখা যায়।
এছাড়া ছবি পোস্ট করার মাধ্যমে সাম্প্রতিক কাজের আপডেটও জানান ভক্তদের। বর্তমানে একাধিক ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটছে ঢালিউডের ‘ডানা কাটা পরী’র।