ভারতকে শিক্ষা দেবে পাকিস্তান। ভারতের যে কোনো ‘হঠকারী’ পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
Read More News
গত ৫ আগস্ট ভারত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয়ার পর এবারই এ বিষয়ে সবচেয়ে কঠোর বক্তব্য দিলেন ইমরান খান।
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে আজাদ কাশ্মীর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেন তিনি।
ইমরান খান বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারত হামলা চালালে পাকিস্তান পাল্টা জবাব দেবে। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে তারা (ভারত) পাকিস্তানি কাশ্মীরে কিছু একটা ঘটানোর পরিকল্পনা করছে। সেনাবাহিনী এর জন্য তৈরি আছে এবং এমন কিছু ঘটলে তার কঠোর জবাব দেবে তারা।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি ভারত যদি কোনো ধরনের হঠকারিতা করে তবে আমরা শেষ পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। সময় এসে গেছে তোমাদেরকে একটা শিক্ষা দেয়ার।
শুধু পাকিস্তান সেনাবাহিনীই নয় পুরো পাকিস্তানের জনগণ ভারতের বিরুদ্ধে লড়বে বলে ভাষণে ঘোষণা দেন তিনি। কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপকে কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।