ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘সাহো’ তিন দিন পরেই মুক্তি পেতে চলেছে। এবার মুক্তি পেল এ ছবির আরেকটি নতুন গান ‘বেবি ওন্ট ইউ টেল মি’। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে অন্তর্জালে। প্রভাস-শ্রদ্ধার রোমান্স জয় করেছে অন্তর্জালবাসীর মন।
গানটির হিন্দি ভার্সন সুর করেছেন শংকর, এহসান ও রায়। কথা লিখেছেন মনোজ যাদব। গেয়েছেন আলিসা মেন্ডোনসা। মিষ্টি প্রেমের এই গানটির সুর চলতি বছরের অন্যতম সেরা গান হবে বলেই ভক্তদের মত। হিন্দি ও তেলেগু দুই ভাষায় মুক্তি পেয়েছে গানটি।
Read More News
গানটির ভিডিওতে প্রভাস ও শ্রদ্ধাকে দারুণ লাগছে। তাঁদের রোমান্স মুগ্ধ করেছে দর্শককে। অস্ট্রিয়ার দারুণ সব লোকেশনে শট নেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে গানটি মুক্তির খবর জানিয়েছেন প্রভাস। লিখেছেন, সাহোর নতুন সিম্ফনি, সঙ্গে রোমান্সসহ আরো কিছু। আশা করি, সবার ভালো লাগবে।