উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের মুখে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার।
আজ বুধবার সকালে চারটি ফেরি দিয়ে পারাপার করলেও দুপুর থেকে সব ফেরি বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
Read More News
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক বলেন, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মা অববাহিকায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কবলে নৌপথে ফেরি পারাপার ব্যাহত হয়। দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।