বলিউডের বক্স অফিসে ‘গোলমাল এগেইন’ ও ‘টোটাল ধামাল’ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হাউজফুল ৪’ কিস্তিতে টাকা বিনিয়োগ করেছেন।
Read More News
একঝাঁক বলিউড তারকা এদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি স্যানন ও কৃতি খারবান্দা, পূজা হেগড়ে, রানা দগ্গুবতি, আমান্দা রোসারিও, বোমান ইরানি ও নওয়াজুদ্দিন সিদ্দিকি। ইতোমধ্যে সিনেমাটির পরিচালক পরিবর্তন করা হয়েছে। ‘মিটু’ বিতর্কের কারণে সাজিদ খানকে সরিয়ে ফরহাদ সামজিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বাধিক বাজেটের কমেডি সিনেমা ‘হাউজফুল ৪’ চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।