বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ সুদীপ্তা চক্রবর্তীরকে দেখা গেল একেবারে ভিন্ন মুডে। সমুদ্রের লবণে নীল পোশাকে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সৈকতে পায়ের আঙুলভেজা নোনাজলে তুমুল নাচ অভিনেত্রীর। সেই ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল।
Read More News
অবসর পেলেই দূর-ভ্রমণে ছুটে যান তারকারা। নেচেগেয়ে মাতিয়ে তোলেন দর্শনীয় স্থানগুলো। ভক্তদের সঙ্গেও নিজের আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করেন সোশ্যাল মিডিয়ায়। বলিউডের অভিনেত্রীদের বিকিনি পরা মনোরম ভ্রমণপঞ্জি হামেশাই প্রত্যক্ষ করেন বিনোদন দুনিয়ার ভক্তরা। এবার বাংলা সিরিয়ালের অভিনেত্রীর মনোকিনি পরা দৃশ্য অন্তর্জালের মন কাড়ল।
কলকাতার বাংলা সিরিয়াল ‘ইষ্টি কুটুম’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর ‘বিকেলে ভোরের ফুল’-এও দেখা মেলে তাঁর। পরপর দুটি জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে শুরু করে।