প্রিয়াঙ্কা চোপড়া ও করিনা কাপুর দুজনেই বি-টাউনের সুপারহিট দুই নায়িকা। অভিনয় থেকে যৌন আবেদন দুয়েতেই একজন আর একজনকে টক্কর দিতে পারেন। তবে এই দুই নায়িকার মধ্যে কোনও ঝগড়া ঝামেলা নেই। বরং ভাবটাই বেশি। প্রিয়াঙ্কা বিয়ে করেছেন গায়ক নিক জোনাসকে। আর করিনা নবাব বংশের বউ হয়েছেন সইফকে বিয়ে করে। তবে বিয়ের পর দুজনেই কাজ ছাড়েননি। সামনেই মুক্তি পাবে প্রিয়াঙ্কা ও ফারহান আখতার অভিনীত ছবি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’।
Read More News
তার আগে করিনা ও প্রিয়াঙ্কাকে দেখা গেল এক সঙ্গে। একটি ডান্স শোতে দুজনেই স্পেশাল জাজ হয়েছেন। সেখানে জাজের সিটে বসে একে অপরকে চুমু ছুড়লেন পিগি চপস ও বেবো। প্রিয়াঙ্কা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সকলকে।