সামনেই আসছে সোনাক্ষীর বিগ প্রজেক্ট৷ ফের সলমন খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দা কাঁপাবেন সোনাক্ষী সিনহা৷ কিন্তু তার আগেই এ কেমন সিদ্ধান্ত? হঠাৎ বিয়ে সেরে ফেললেন নাকি নায়িকা!
বলিউডে বিয়ের পালা চলছে৷ বছরের শুরু থেকেই এক ঝাঁক নায়িকা বসেছেন বিয়ের পিঁড়িতে৷ তাহলে কি এই মরশুমেই গোপনে বিয়েটা সেরেই ফেললেন সোনাক্ষী ?
Read More News
বাঙালি বিয়ের মতো সাদা, লাল সাবেকি চন্দনে সাজলেও এটা ছিল নিতান্তই একটা ব্রাইডাল শ্যুট৷ আর সে কারণেই সোনাক্ষীর এই সাজ৷ পরনে কখনও শাড়ি, কখনও লেহেঙ্গা হালকা সাজ কপালে কুমকুম দেখতে সুন্দর লাগছিল সোনাক্ষীকে৷