শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হন। আহতরা হলেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজধানীর ধানমন্ডির দিকে যাওয়ার পথে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের গাড়ি যানজটে আটকা পড়ে। এসময় তার প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক শাহাবুদ্দিন গাড়ি থেকে নামলে ফুটওভার ব্রিজ থেকে একটি বোমা নিক্ষেপ করা হয়। এতে আহত হন সহকারী উপপরিদর্শক শাহাবুদ্দিন ও ট্রাফিক কনস্টেবল আমিনুল। পরে তাদেরকে পাশের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় কনস্টেবল আমিনুলকে। আর ভর্তি রাখা হয় এএসআই শাহাবুদ্দিনকে।
Read More News
এদিকে শনিবার রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ ঘটনাকে পরিকল্পিত বলে ডিএমপি কমিশনার জানান, বিস্ফোরিত বোমার আলামত গ্রহণ করা হয়েছে এবং মামলা করা হবে।