শাহিদ কাপুর ও মীরার জীবনে এসেছে মেয়ে মিশা ও ছেলে জেইন। ছেলেমেয়ে যাতে খোলামেলা বাড়িতে বড় হতে পারে, তা ভেবেই নতুন অ্যাপার্টমেন্টে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন কাপুর দম্পতি।
এবার শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই পড়শি হতে চলেছেন শাহিদ কাপুর এবং দীপিকা-রণবীর। একই পাড়ায় থাকতে চলেছেন শাহিদ-দীপিকা। এই এলাকায় রয়েছে ক্রিকেটার যুবরাজ সিং এবং অনুষ্কা শর্মার বিলাসবহুল ফ্ল্যাট। বর্তমানে জুহুর একটি সি-ফেসিং অ্যাপার্টমেন্টে থাকেন শাহিদ-মীরা। কিন্তু খুব তাড়াতাড়িই তাঁরা উঠে যাবেন ওরলির সি-ফেসিং ডুপ্লে ফ্ল্যাটে। ৮ হাজার স্ক্যোয়ার ফুটের এই ফ্ল্যাটটি চলতি বছরের শেষের দিকেই তৈরি হয়ে যাবে।
Read More News
কিছুদিন আগেই একটি সাক্ষাত্কারে শাহিদ জানিয়েছিলেন তিনি এমন একটি বাড়ি কিনতে চান যেখানে মিশা তার সমবয়সীদের সঙ্গে খেলার সুযোগ পাবে এবং আর পাঁচ জন সাধারণ বাচ্চার মতো করেই শৈশবকে উপভোগ করবে।