সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর সম্প্রতি জ্যাঠতুতো বোন জাহ্নবী কাপুরের আগামী ছবি কার্গিল গার্ল-এ সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। শোনা যাচ্ছে বলিউডে আত্মপ্রকাশের জন্যে ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন।
Read More News
এখনও তাঁর ছবি সম্পর্কে কোনও ঘোষণা না হলেও সামনে এসেছে তাঁর বেলি ডান্স শেখার ভিডিয়ো।
এই ভিডিয়োটি শেয়ার করেছেন বেলি ডান্সার ও তাহিতিয়ান প্রশিক্ষক সঞ্জনা মুথরেজা। কালো পোশাকে যথেষ্ঠ দক্ষতার সঙ্গেই বেলি ডান্স করতে দেখা গিয়েছে তাঁকে।