বুধবার ২ অক্টোবর ট্যুইটারে ট্রেন্ডিং তালিকায় প্রথমেই ছিল মহাত্মা গান্ধীর নাম। তারপরেই জায়গা করে নিয়েছিল নাথুরাম গডসের নাম। এই দুই ঐতিহাসিক নামের পাশাপাশি এদিন আরও এক নাম ট্যুইটারে ট্রেন্ডিং হয়। তিনি নবাগতা অভিনেত্রী অনন্যা পান্ডে।
Read More News
ছবির প্রচারের জন্যে নয়, তাঁর নাম বুধবার ট্যুইটারে ছেয়ে গেল ‘Swachh Social Media’ ক্যাম্পেনের জন্যে। ২০ বছরের অনন্যা পান্ডে কিছুদিন আগেই লঞ্চ করেছিলেন ডিজিটাল সোশ্যাল রেসপনসিবিলিটি ইনিশিয়েটিভ So Positive। তারই অংশ হিসেবে বুধবার তিনি সূচনা করলেন Swachh Social Media ক্যাম্পেনের। এই পদক্ষেপের প্রধান লক্ষ্যই হল যে কোনও রকম সোশ্যাল মিডিয়া হেনস্থা বন্ধ করা।
গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন অনন্যা। সেখানে তিনি প্রতিজ্ঞা করেন সোশ্যাল মিডিয়ায় কখনও কাউকে হেনস্থা করবেন না। তাঁর এই পদক্ষেপের জন্যে প্রশংসার বন্যা বয়ে গেল ইন্টারনেটে।