আজ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে নাদিয়া অংশ নিবেন ‘মন দরজা’ ধারাবাহিক নাটকের শুটিং-এ। নাটকটি রচনা করেছেন আকিদুল ইসলাম। তিনি মূলত অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি নাট্যকার। তার ইচ্ছাতেই মূলত ‘মন দরজা’ নাটকটির বেশ বড় একটি অংশের শুটিং অস্ট্রেলিয়াতে হবে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত। নাটকটি নির্মাণ করছেন লিটু করিম।
জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এর আগে তিনটি রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তিনবারের রাষ্ট্রীয় সফরে তিনি একজন নৃত্যশিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এবারই প্রথম নাটকের শুটিং-এ অংশ নিতে এরইমধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন নাদিয়া।
Read More News
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় নাটকের শুটিং-এ অংশ নেয়া প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘মন দরজা’ নাটকটিতে আমি সুমী চরিত্রে অভিনয় করছি যে, মূলত অস্ট্রেলিয়াতেই থাকে। তাকে ঘিরে গল্প আছে। সেই গল্পেরই দৃশ্যায়নের কাজ হবে অস্ট্রেলিয়াতে।