অবশেষে প্রকাশ্যে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার বায়োপিক ‘থ্যালাইভি’র ফার্স্ট লুক। জয়ললিতার ভূমিকায় অভিনয় করা কঙ্গনা রানাওয়াতকে প্রথম ঝলকে চিনতে পারা সত্যিই কঠিন। প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল ‘থ্যালাইভি’র ফার্স্ট লুক। বিজয় পরিচালিত ‘থ্যালাইভি’ ছবিতে MGR-এর ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী।
‘থ্যালাইভি’ ছবিতে ‘কুইন’ অভিনেত্রীর মেকআপ করেছেন ‘ক্যাপ্টেন মার্ভেল’ বা ‘ব্লেড রানার’-এর মতো হলিউডি ছবির মেকআপ আর্টিস্ট জেসন কলিন্স। জুন ২০২০-তে মুক্তি পাওয়ার কথা কঙ্গনার ‘থ্যালাইভি।’ অভিনেত্রী ও রাজনীতিক- প্রথম টিজারে জয়ললিতার জীবনের দুই মুহূর্তের ঝলক দেখানো হয়েছে।
Read More News
এর আগে জয়ললিতার ভূমিকায় বিদ্যা বালনের অভিনয়ের কথা থাকলেও শেষে কঙ্গনাকেই চূড়ান্ত করেন নির্মাতারা। ছবির জন্য মার্কিন মুলুকে গিয়ে প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা।