ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।
গেল মে মাসে কলকাতায় ‘কণ্ঠ’ মুক্তির পর চুটিয়ে ব্যবসা করে। আমেরিকার কয়েকটি রাজ্যেও সাড়া ফেলে। শুক্রবার (৮ নভেম্বর) থেকে কণ্ঠ চলছে বাংলাদেশের ২২ প্রেক্ষাগৃহে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে কণ্ঠ’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
Read More News
‘কণ্ঠ’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে ইমপ্রেস টেলিফিল্ম। অন্যদিকে এই ছবিটির বিপরীতে পশ্চিমবঙ্গে গিয়েছে জয়া আহসানেরই বাংলাদেশের ছবি ‘খাঁচা’।