দুই বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমা ‘ইয়েস ম্যাডাম’-এ। এটি পরিচালনা করবেন রকিবুল ইসলাম রাকিব।
নতুন সিনেমার শুটিংয়ের আগে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন রেসি। তিনি বলেন, এতদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। পাশাপাশি নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ফেরাটা যাতে দর্শকদের চমকে দেয়, সেভাবেই হাজির হচ্ছি।
তার নতুন সিনেমা ‘ইয়েস ম্যাডাম’র শুটিং শুরু হবে ২০ ডিসেম্বর ঢাকায়। টানা এক মাস শুটিং চলবে। টুঙ্গিপাড়া ফিল্মস প্রযোজিত এতে আরও অভিনয় করবেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। দু’টি নেতিবাচক চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।
Read More News
এখন পর্যন্ত ৪৮টির সিনেমায় রেসিকে অভিনয় করতে দেখা গেছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়তি’ ও ‘শূন্য’।