কারিনা কাপুর খান সম্প্রতি কালো রঙের পোশাক পরে অংশ নিয়ে ছিলেন হিন্দুস্তান টাইমস-২০১৮ এর একটি সম্মেলনে। সেখানে তার সহযোগী তারকা ছিলেন অক্ষয় কুমার। সামিটে অংশগ্রহণ করতে তিনি যে পোশাকটি পরেছিলেন তা সকলের নজর কেড়েছে। কারিনার কালো পোশাক পরা ছবিগুলো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। ছবিগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের যেন মুখ বন্ধ করে দিয়েছে কোনো খুঁত খোঁজার। কালোতে উদ্ভাসিত হয়েছেন কারিনা কাপুর খান।
Read More News
কারিনা পোশাকটি ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এলি সাব। চমৎকার পোশাকটির গলায় একটি ড্রপ বা পর্দার মতো রয়েছে যেটি মূলত কারিনার ফব চিত্রকে ফুঁটিয়ে তুলেছে। অভিনেত্রীকে স্টাইলে সহযোগিতা করেছিলেন তার বন্ধু প্রযোজক রিয়া কাপুর।