জয়া আহসান এবং প্রসেনজিৎ অভিনীত ‘রবিবার’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অতনু ঘোষ পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দুই বাংলায় দারুণ জনপ্রিয় এ দুই তারকা। শনিবার (৩০ নভেম্বর) মুক্তি দেয়া হয় ছবির ট্রেলার।
ছবিটি ‘রবিবারের সারা দিনের গল্প’ নিয়ে। দুই বন্ধু-বান্ধবীর দীর্ঘদিন পর এক রোববারে দেখা হওয়াকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই ছবিতে অসিতাভের ভূমিকায় প্রসেনজিৎ ও শায়নীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। জয়া আহসান বললেন, ‘রোববার সাধারণত ছুটির দিন আমাদের কাটে অবসরের মধ্য দিয়ে, কিন্তু রবিবার ছবিটি বদলে দিয়েছে সেই চিন্তাকে। দুটি চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। খুশির কথা, বছরের শেষ শুক্রবার রবিবার ছবিটি মুক্তি পাবে।’
Read More News
জয়া-প্রসেনজিৎ এর বিষয়ে পরিচালক বলেন, জুটিটার মধ্যে একটা ম্যাজিক আছে। আসলে প্রসেনজিৎ-জয়া দু’জনেই নিজেদের পালটে ফেলার একটা মস্ত বড় ক্ষমতা রাখে! আগে যা করিনি এ বার সেটা করব- এই মনটা খুব শক্তিশালী ওদের।