বলিউডের শীর্ষ আইটেম গার্ল হিসাবে অনেক আগেই পরিচয় পেয়েছেন মালাইকা আরোরা খান। বিশেষ করে ‘দাবাং’ ছবিতে তার ‘মুন্নি বদনাম’ আইটেম গানটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে সফল ও দর্শকপ্রিয় আইটেম গান হিসেবে স্বীকৃত। এ ছাড়া মালাইকার করা অন্য আইটেম গানগুলোও ছিল প্রশংসিত।
গ্ল্যামার আর আবেদনে মালাইকা জয় করে নিয়েছেন খ্যাতি। বর্তমানে সিনেমায় নিয়মিত নন। তবু আলোচনার তুঙ্গে এই তারকা। কখনো জিমের ভিডিওতে, কখনো বা সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে। তবে অর্জুন কাপুরের প্রেমিকা হিসেবেও কম আলোচিত নন তিনি। সম্প্রতি আবারও খবরের শিরোনামে মালাইকা। এর কারণ ছোট পোশাক।
সম্প্রতি একটি কালো রঙের খোলামেলা পোশাক পরে বাইরে গিয়েছিলেন। সেই পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই হৈ চৈ পড়ে গেল। সমালোচনার মুখে পড়লেন এই অভিনেত্রী। অনেক কটু কথার আক্রমণেরও শিকার হচ্ছেন তিনি।
Read More News
গেল মঙ্গলবার মালাইকা যখন জিমে হাজির হন, তখন গাড়ি থেকে নামার পরপরই অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে শুরু করে পাপারাতজি। সেই ছবিতেই মালাইকার পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। টিশার্টের সঙ্গে কালো রঙের যে শর্টস পরে মালাইকা হাজির হন তাতে তার শরীর পুরোপুরি ঢাকা পড়েনি। আর তা নিয়েই আলোচনা-সমালোচনা শুরু হয়।