বিশ্বের দরবারে নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোনের ফ্যাশন স্টাইল আইকন। তাঁর স্টাইল স্টেটমেন্ট হাজার হাজার ফ্যানের মন জয় করেছে।
রবিবার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৯-এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। সেখানে রেড কার্পেট লুকে কালো বডি-হাগিং গাউন বেছেছিলেন নায়িকা। ডিজাইনার অ্যালেক্স পেরির তৈরি একদিকের কাঁধ খোলা গাউনে অসাধারণ লাগছিল অভিনেত্রীকে। ৩৩ বছরের অভিনেত্রীর জাদু ছড়িয়েছে ফ্যানমহলে।
Read More News
অনলাইনে অ্যালেক্স পেরির এই পোশাকের খোঁজ নিতে গিয়ে দেখা গিয়েছে সেটির দাম ২.২৫০ ডলার। বাংলাদেশ টাকায় ১ লক্ষ ৮৭ হাজার টাকা।
কাজের ক্ষেত্রে দীপিকা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ছপাক’ নিয়ে। ২০২০-র জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। বাস্তবের অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা। এরই সঙ্গে রণবীরের ’83 ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি ক্রিকেট তারকা কপিল দেবের বায়োপিক।