কঙ্গনার বাড়ির সামনে মাঝরাতে গুলি চালিয়েছেন দুষ্কৃতকারীরা। শুক্রবার রাতে, তিনি যখন মানালির বাড়িতে শোবার ঘরে ছিলেন, তখনই এই ঘটনা ঘটেছে। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাওয়াত।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে, কঙ্গনা জানিয়েছেন, রাত তখন ১১টা বাজে, তাঁর বাড়ির সামনে গুলির আওয়াজ শুনতে পান। আমি নিরাপত্তারক্ষীকে ডেকে পাঠাই, আর বিষয়টি দেখতে বলি। ৮ সেকেন্ডের মধ্যে দুবার গুলির শব্দ শোনা যায়। আর সেটা ঠিক আমার ঘরের পর প্রাচীরের ওপারেই হয়েছে। আমার ঘরের সামনে একটি আপেল বাগান আক সুইমিংপুল রয়েছে। আর তারপরই প্রাচীর।
Read More News
কঙ্গনা বলেন, রাজনীতিতে গুণ্ডাগিরি নিয়ে পরিচিত লোকজনের সম্পর্কে মন্তব্য করে ফেলেছি। তাই হয়ত আমাকে ভয় দেখাতে এটা করা হলো। এখানে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আর এই আরও শুধু আমিই নয়, আরও অনেকেই শুনেছেন। আমার মনে হয় স্থানীয় গুণ্ডাদের আমায় ভয় দেখাতে ভাড়া করা হয়েছিল।
তিনি বলেন, ৭-৮ হাজার টাকা দিলেই এদের যোগার করা যায়। আমার মনে হয়না এটা কোনও কাকতালীয় ঘটনা। কারণ মুখ্যমন্ত্রীর ছেলের সম্পর্কে মন্তব্য করেছিলাম। লোকজন আমায় এখন বলছে, মুম্বাই আপনার জীবন এরা দুর্বিষহ করে তুলবে। আমাকে সবাই মুম্বাইয়ে থাকতে নিষেধ করছেন। এদেশে কি এভাবেই গুণ্ডাগিরি চলে? সুশান্তকেও নিশ্চয় এভাবেই ভয় দেখানো হয়েছিল। তবে আমি বলা থামবো না।
প্রসঙ্গত, গত শুক্রবারই টিম কঙ্গনা টুইট করেন, প্রত্যেকেই জানে, তবে কেউ নাম নিতে পারে না। করণ জোহরের প্রিয় বন্ধু হল, দেশের সেরা মুখ্যমন্ত্রীর ছেলে। বেবি পেঙ্গুইন বলে পরিচিত। যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, জানবেন আমি আত্মহত্যা করিনি।
CoinWan Latest Banlga Newspaper