এই ম্যাচেও রাইডার্সদের হয়ে ব্যাটিংয়ের শুরুটা করেন ক্রিস গেইল

চার ম্যাচের তিনটিতেই হার। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামরা এসেও রংপুর রাইডার্সের ভেলা ভাসাতে পারেননি। তবে আফসোস করার সময় পাচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা। পঞ্চম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে নেমেছে তাঁর দল। এই ম্যাচেও ভালো খবর নেই দলটির জন্য। টসে হেরে গেছেন মাশরাফি।

প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৯ রান তুলেছে রংপুর রাইডার্স।

এই ম্যাচেও রাইডার্সদের হয়ে ব্যাটিংয়ের শুরুটা করেন ক্রিস গেইল ও ম্যাককালাম। শুরুটা দুর্দান্ত হয়েছিল রংপুরের। আট ওভারের স্কোরে ৮০ রান যোগ করেন এই দুই তারকা। ২১ বলে ৩৩ রান করেন ম্যাককালাম। সতীর্থ ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকেননি গেইল। ৩৯ বলে পাঁচ ছয় ও দুটি চারে ৫০ রান করেন গেইল।

গেইল-ম্যাককালাম ফেরার পর রানের চাকাটা ধীর হয়ে আসে রংপুরের। মোহাম্মদ মিঠুন-শাহরিয়ার নাফীস-থিসারা পেরেরারা বেশি কিছু করতে পারেননি। তবে রবি বোপারারা ১২ বলে ২৮ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৬৯ রান তুলতে সমর্থ হয় রংপুর।
Read More News

গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর আসরে অস্তিত্ব টিকিয়ে রাখাটা কঠিন হয়ে পড়েছে দলটির জন্য। যে কোনো মূল্যে এই ম্যাচে জয় আশা করছে রংপুর রাইডার্স।

অন্যদিকে চাপে রয়েছে সিলেট সিক্সার্সও। প্রথম তিনটি ম্যাচ জিতে উড়তে থাকা দলটি পরের চার ম্যাচে জয়ের দেখা পায়নি। আজকের ম্যাচ জিতে আবার জয়ের ধারায় ফিরতে চাইবেন নাসির হোসেন-সাব্বির রহমানরা।

সাত ম্যাচে তিন জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নাসির হোসেনের খুলনা সিক্সার্স। অপরদিকে চার ম্যাচে তিনটিতে হেরে টেবিলের তলানিতে রয়েছে মাশরাফির রংপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *