প্রশাসনের দখলে ইজতেমা মাঠ দুই পক্ষের সংঘর্ষে হত্যা মামলা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ এখন প্রশাসনের দখলে। এর আগে এই ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে হতাহতের ঘটনায় এখানে ১৪৪ ধারা জারি করা হয়। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয় পক্ষকেই ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এরপর সাদপন্থি মুসল্লিরা মাঠ ত্যাগ করার পর বুধবার রাতেই ইজতেমা মাঠের দখল নেন প্রশাসন। তবে ময়দানে রক্ষিত মালামাল পাহারায় সেখানে অবস্থান করছেন শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) চার শতাধিক মুসল্লি। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী জোনের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হতাহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ময়দানে রক্ষিত মালামাল বক্ষণাবেক্ষণের জন্য চার থেকে পাঁচ শ মুসল্লি ময়দানে রয়েছেন। তিনি গতকাল সকালে পুলিশ কর্মকর্তাদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। মাঠের সার্বিক নিরাপত্তায় চারপাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ও ব্যার সদস্য মোতায়েন করা হয়েছে।

জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Read More News

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন পরিস্থিতি মোটামোটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবায়েরপন্থিদের ওইটা ওই ডেটেই হবে।’ জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তাবলিগ জামায়াতের জুবায়েরপস্থি মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, নির্ধারিত সময়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাদপন্থিদের ছয় দাবি : তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছেন সাদপন্থি মুফতি মুহাম্মদ শফিউল্লাহ মাক্কি। নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল রাজধানীর মিরপুর এক নম্বরে মাওলানা সাদপন্থিদের সংবাদ সম্মেলন করে বলেছেন, তাবলিগে মামুনুল হক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পক্ষগুলোর হস্তক্ষেপ ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়াবহ সংকটের মুখে পড়েছে। জুবায়েরপন্থিদের সহিংস কর্মকান্ড এবং উসকানিমূলক বক্তব্যের পর থেকে সারা দেশে সাদপন্থিদের ওপর নির্যাতন বাড়ছে। সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হচ্ছে- আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; কাকরাইল মসজিদে সাদপন্থিদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে দিতে হবে; টঙ্গীর ইজতেমা ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে সাদপন্থিদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে।

ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে হত্যা মামলা : টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও শত শত জনকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *